ধর্মপ্রেম আর দেশপ্রেম

আল্লাহর রহমতে ধর্মপ্রেম আর দেশপ্রেম দুইটার কোনটারই অভাব নাই! দেশের যেই অবস্থা, মনে হইতাসে এই দুইটা গুন কয়েক গুণ বাইরা অভিশাপ হইয়া খারাইবো। ধর্মের সাপোর্ট করলে হই ছাগু আর দেশের সাপোর্ট করলে হই নাস্তিক। আমি কাউরে বুঝাইতে পারিনা আরে ভাই আমি নাস্তিকের (এন্টি-ইসলামিস্ট) বিচার চাই, তাই বইলা বুইঝেননা রাজাকার মাফ পাইবো, অই জানোয়ার গুলারও বিচার চাই।
ঘুম থেকা উইঠা খাইলাম দাইলাম, ভার্সিটি গেলাম আর আড্ডা মাইরা দিন পার কইরা দেয়া পোলাপানের মতো সারাদিন পার কইরা দিবার পারলেই মনে হয় ভালো হইত। আবার চিন্তা করি আমি তো আর অবলা নারী না। আল্লাহ্‌ গুন দিসে যখন ভালোর জন্যই দিসে। তবে মনে হয় কোন দিন জানি এই দুই প্রেমে হাবুডুবু খাইয়া কার হাতে জানি মরি।
*** মাইরগা লাও আল্লাহ্‌, আমারে মাইরগা লাও!***

পিছনের পাতাNewer Post পরের পাতাOlder Post Home