প্রিয়তমা সমগ্র (২৬-৫০)

২৬।
প্রিয়তমা,
তোমাকে কেন্দ্র করে আমি বৃত্ত হয়ে ঘিরে থাকতে চেয়েছিলাম,
কিন্তু আমাদের দূরত্বের সুযোগে তুমি ব্যাসার্ধের সাথে সম্পর্ক করলে।

২৭।
প্রিয়তমা ,
নিজে সূর্য হয়ে জ্বলে পুড়ে তোমাকে দূর থেকে আলোই দিয়ে গেলাম।
হায়!
পূর্ণিমা রাতে সবাই তোমার ঝলকানিই দেখলো,
আড়ালে থাকা আমার ঝলসে যাওয়া কেউ দেখল না।

২৮।
প্রিয়তমা,
একটা প্রেমপত্র দাও,
ফ্রেমে বেঁধে রেখে দিবো।

২৯।
প্রিয়তমা,
তুমি স্বাস্থ্যসম্মত লিপস্টিক ব্যবহার করো,
জানোই তো!
তোমার অস্বাস্থ্যকর লিপস্টিক আমার পেট খারাপের কারন।

৩০।
বালিকা,
তোমার তিন শব্দের চিঠির উত্তর আমি তিন পৃষ্ঠায় দিলাম।
নীরবতা ভেঙ্গে তুমি বললে, 
"Why so Serious ভাইয়া! আজ তো April Fool" 

৩১।
প্রিয়তমা,
সরল বিশ্বাসে তোমার হাতে আমার মোবাইল সঁপে দিয়েছিলাম,
তুমি বিশ্বাসঘাতকতা করে আমার একাধিক প্রেমের রহস্য বের করে ফেললে।
হায়!
তুমি শুধু আমার একাধিক প্রেম করাটাই দেখলে,
প্রেমিকা হিসেবে তোমার ব্যর্থতাটা বুঝতেও চাইলে না।


৩২।
প্রিয়তমা,
প্রকৃতির অপরূপ সৌন্দর্য গুলো আমাদের এক সাথে দেখার কথা ছিলো,
অথচ ভাগ্যের কী নির্মম পরিহাস!
সেখান থেকে তোলা তোমাদের হানিমুনের ছবিতে আমি বসে বসে লাইক দিচ্ছি।