ছোট স্ট্যাটাস


১।
ফেক আইডির সাথে চ্যাট করতে ভালোই লাগে, তারা আপনের চাইতেও আপন হয় আর গার্ল ফ্রেন্ডের থেকেও বেশি ফ্রি হয়।

২।
বন্ধুদের যতটা আপনভেবে গালি দেয়া যায়, তার সিকি ভাগও অন্য কাউকে দেয়া যায় না।
হ্যাপী ফ্রেন্ডশিপ ডে অল BC, হারামজাদা অ্যান্ড শালার পুত'স।


৩।আমারতো প্রেমিক হওয়ার কথা ছিল, তুমি জোর করে কবি বানিয়ে দিলে।


৪।
কলেজ জীবনে যদি আমার দেয়া গোলাপটার যথার্থ মূল্য দিতে
তবে আজ তোমার কোলের ফুটফুটে মেয়েটার বাবা আমি হতাম।


৫।
আমি তোমার আশায় বাগান গড়িলাম,
তুমি বাসর সাজাতে ফুল ছিঁড়ে নিয়ে গেলে।


৬।
মানুষ মরে গেলে পঁচে যায়, বেঁচে থাকলে সেল্ফি তোলে। কারনে অকারনে সেল্ফি তোলে, গরু ছাগলের সাথে সেল্ফি তোলে।


৭।
বারান্দা দিয়ে তোমার ছুড়ে দেয়া চুমু
বহুকাল আমার নাকে লিপস্টিকের গন্ধ বিলায়।


৮।
তোমার আর চাপাতির মাঝে কি অদ্ভুত মিল।
পার্থক্য শুধু তুমি মনকে ব্যাথা দাও, আর চাপাতি ব্যাথা দেয় হাতকে।


৯।
মোবাইল ভরা তোমার ছবি চাইনা,
শুধু চাই আমাদের একটি পার্সোনাল ফোল্ডার হোক,
যেখানে চুপটি মেরে ভালোবাসার কিছু মুহূর্ত লুকিয়ে থাকবে।


১০।
তোমার কানের পিছনে তিল দেখে বলেছিলাম, "তিলটির অনেক দুঃখ! সারাজীবন ওকে ঢেকেই রাখলে।"
কিন্তু হায়!
তুমি ভুল বুঝে ওড়না ঠিক করে চলে গেলে।


১১।
-এই তুমি কি ঠোঁটে লিপজেল দিসো?
-হ্যাঁ, কেন?
-আমার ঠোঁটটা ফেটে গেছে।


১২।
একজন প্রেমিক তার প্রেমিকার ভিতরেই সব গুন খুঁজে নেয়।
আর একজন প্রেমহিন যুবক সব প্রেমিকার মাঝেই তার কল্পনার প্রেমিকাকে দেখতে পায়!


১৪।
অথচ আমাদের রাত জেগে চাঁদ পাহারা দেয়ার কথা ছিল.....

১৫।
বৃষ্টিতে হুড ফেলে রিক্সায় ভেজার জন্য হলেও তোমাকে চাই। 

১৬।
তোমার জন্য কত দিন কত রাত অপেক্ষা করেছি তা জানে শুধু তোমার বাড়ির দারোয়ান আর রাস্তার পাশের ল্যাম্পপোস্ট।