আমি আজ লিখবনা একটি ছন্দহীন কবিতার জীবনী,
আমি লিখবনা আজ কিছু দুঃখ দুর্দশা আর হতাশার কিছু বানী ।
আমি লিখবনা উত্তাল রাজপথ অথবা
থমকে যাওয়া সময়ের কথা ।
আমি লিখবনা—
আমি বলবনা ।। আজ কবি নজরুল,
রবীন্দ্রনাথ অথবা নির্মলেন্দ গুণের কোন কঠিন কবিতা,
আমি বলবনা আজ রাজনীতিবিদের
নোংরা রাজনীতির কোন অশ্রাব্য উক্তি,
আমি বলবনা আজ বিশ্বজিতের বেঁচে থাকার আকুল আকুতি ।
আমি আজ বলবনা—
আমি দেখবনা ।। আজ রক্তচোষা
সেইসব ছারপোকাদের দলকে
যারা শোষণ করে জনগণকে আর
উঁচিয়ে দেখায় বলকে ।
যারা ভিক্ষে করে ক্ষমতায় আসে আর
দেশকে করে শ্মশান
যারা মায়ের বুকের ধন কেড়ে নেয় আর
রুদ্ধ করে জবান ।
আমি আর লিখবনা সেই ছারপোকাদের কাহিনি—
আমি আর বলবনা আর দেখবনা তাদের ।
কিইবা হবে বলে কয়ে?
আরে! আমরাতো রক্তদাতার বাহিনী ।