চিন্তা করতাসি দেশের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিতে (বি.এন.পি যদি নির্বাচনে যোগ না দেয় তো) যোগ দিমু। এট লিস্ট কইতেতো পারুম আমার দল প্রধান বিরোধী দলে আছে। এরশাদ কাক্কু! প্রথম বারের মতো তোমারে কি বিশ্বাস করা যায়? নাকি আগামীকাল টিভিতে আজকের সংবাদ সম্মেলন দেইখা কইবা "আমি ওখানে কেনো? ওরা কারা?"
আমার ব্লগের দুনিয়ায় আপনাকে স্বাগতম, এখানে লিখা সবগুলো লেখাই একান্ত নিজস্ব মতামত। তাই লেখনী দ্বারা কোন সম্প্রদায় বা গোষ্ঠী আহত হলে তা ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখার অনুরোধ জানানো যাচ্ছে।