-তোর তো কাজ কাম বেশী থাকেনা। ব্যবসা শুরু করোস না ক্যান?
-হুম! চিন্তা করতাসি ব্যবসা শুরু করুম। আসলে এতদিন বুঝতাসিলাম না কি ব্যবসা করুম। কিন্তু অহন ভাল ব্যবসার সন্ধান পায়া গেসি।
-কি ব্যবসা করবি?
-লাকড়ির ব্যবসা
-লাড়কির ব্যবসা মানে মাইয়া মানুষের ব্যবসা করবি ? তোর নৈতিকতা এতো নিচে নাইমা গেসে? ছি!
-আবে হালায়! কস কি তুই। মাইয়ার ব্যবসা করুম ক্যান? আমিতো কইতাসি লাকড়ীর ব্যবসার কথা। আগুনে পুড়ায় যেই কাঠ অইটা।
-অহ! আমিতো ভাবসি.... যাউকগা সব থুয়া এই ব্যবসা ক্যান?
- দেখ! দেশেতো ৭ দিনের মধ্যে ৩/৪ দিন হরতাল থাকেই। পিকেটিংয়ের ল্যাইগা অনেক গজাড়ির দরকার। দেশে লাড়কির দোকান প্রয়োজনের তুলনায় কম, তাই চিন্তা করতাসি এই ব্যবসায় বড়সড় একটা ইনভেস্ট করুম। তুই কি কস?
-দেশের পরিস্থিতি যদি দুই এক মাসের ভিতর ভালো হয়া যায় তখন কি করবি?
-এইটাও চিন্তা কইরা দেখসি। দেশের পরিস্থিতি ভাল হয়া গেলে আমার ব্যবসা আরো ভাল হয়া যাইব।
- ক্যামনে? ??
- দেশের অবস্থা ভাল না। মানুষের বিয়া শাদী রাজনৈতিক অস্থিরতার কারনে আটকায়া রইসে। দেশের অবস্থা ভাল হওয়ার সাথে সাথেই বিয়ার সিজন শুরু। মানে লাকড়ির চাহিদা বাড়বো বহুগুন। সাথে আমার টাকাও।
-দোস্ত! আমারেও একটা বুদ্ধি দে।
- তুমি মামা ককটেলের ব্যবসা শুরু করো। অহন ফুটাইবো রাস্তায় কয়দিন পর বিয়াতে। লস নাই। লাভই লাভ।
যাইগা মামা। দিলাম দোয়া কইরা, খাও ব্যবসা কইরা।
বিঃদ্রঃ পার্টনার নিডেড।
-হুম! চিন্তা করতাসি ব্যবসা শুরু করুম। আসলে এতদিন বুঝতাসিলাম না কি ব্যবসা করুম। কিন্তু অহন ভাল ব্যবসার সন্ধান পায়া গেসি।
-কি ব্যবসা করবি?
-লাকড়ির ব্যবসা
-লাড়কির ব্যবসা মানে মাইয়া মানুষের ব্যবসা করবি ? তোর নৈতিকতা এতো নিচে নাইমা গেসে? ছি!
-আবে হালায়! কস কি তুই। মাইয়ার ব্যবসা করুম ক্যান? আমিতো কইতাসি লাকড়ীর ব্যবসার কথা। আগুনে পুড়ায় যেই কাঠ অইটা।
-অহ! আমিতো ভাবসি.... যাউকগা সব থুয়া এই ব্যবসা ক্যান?
- দেখ! দেশেতো ৭ দিনের মধ্যে ৩/৪ দিন হরতাল থাকেই। পিকেটিংয়ের ল্যাইগা অনেক গজাড়ির দরকার। দেশে লাড়কির দোকান প্রয়োজনের তুলনায় কম, তাই চিন্তা করতাসি এই ব্যবসায় বড়সড় একটা ইনভেস্ট করুম। তুই কি কস?
-দেশের পরিস্থিতি যদি দুই এক মাসের ভিতর ভালো হয়া যায় তখন কি করবি?
-এইটাও চিন্তা কইরা দেখসি। দেশের পরিস্থিতি ভাল হয়া গেলে আমার ব্যবসা আরো ভাল হয়া যাইব।
- ক্যামনে? ??
- দেশের অবস্থা ভাল না। মানুষের বিয়া শাদী রাজনৈতিক অস্থিরতার কারনে আটকায়া রইসে। দেশের অবস্থা ভাল হওয়ার সাথে সাথেই বিয়ার সিজন শুরু। মানে লাকড়ির চাহিদা বাড়বো বহুগুন। সাথে আমার টাকাও।
-দোস্ত! আমারেও একটা বুদ্ধি দে।
- তুমি মামা ককটেলের ব্যবসা শুরু করো। অহন ফুটাইবো রাস্তায় কয়দিন পর বিয়াতে। লস নাই। লাভই লাভ।
যাইগা মামা। দিলাম দোয়া কইরা, খাও ব্যবসা কইরা।
বিঃদ্রঃ পার্টনার নিডেড।