লাকড়ির ব্যবসা

-তোর তো কাজ কাম বেশী থাকেনা। ব্যবসা শুরু করোস না ক্যান?
-হুম! চিন্তা করতাসি ব্যবসা শুরু করুম। আসলে এতদিন বুঝতাসিলাম না কি ব্যবসা করুম। কিন্তু অহন ভাল ব্যবসার সন্ধান পায়া গেসি।
-কি ব্যবসা করবি?
-লাকড়ির ব্যবসা
-লাড়কির ব্যবসা মানে মাইয়া মানুষের ব্যবসা করবি ? তোর নৈতিকতা এতো নিচে নাইমা গেসে? ছি!
-আবে হালায়! কস কি তুই। মাইয়ার ব্যবসা করুম ক্যান? আমিতো কইতাসি লাকড়ীর ব্যবসার কথা। আগুনে পুড়ায় যেই কাঠ অইটা।
-অহ! আমিতো ভাবসি.... যাউকগা সব থুয়া এই ব্যবসা ক্যান?
- দেখ! দেশেতো ৭ দিনের মধ্যে ৩/৪ দিন হরতাল থাকেই। পিকেটিংয়ের ল্যাইগা অনেক গজাড়ির দরকার। দেশে লাড়কির দোকান প্রয়োজনের তুলনায় কম, তাই চিন্তা করতাসি এই ব্যবসায় বড়সড় একটা ইনভেস্ট করুম। তুই কি কস?
-দেশের পরিস্থিতি যদি দুই এক মাসের ভিতর ভালো হয়া যায় তখন কি করবি?
-এইটাও চিন্তা কইরা দেখসি। দেশের পরিস্থিতি ভাল হয়া গেলে আমার ব্যবসা আরো ভাল হয়া যাইব।
- ক্যামনে? ??
- দেশের অবস্থা ভাল না। মানুষের বিয়া শাদী রাজনৈতিক অস্থিরতার কারনে আটকায়া রইসে। দেশের অবস্থা ভাল হওয়ার সাথে সাথেই বিয়ার সিজন শুরু। মানে লাকড়ির চাহিদা বাড়বো বহুগুন। সাথে আমার টাকাও।
-দোস্ত! আমারেও একটা বুদ্ধি দে।
- তুমি মামা ককটেলের ব্যবসা শুরু করো। অহন ফুটাইবো রাস্তায় কয়দিন পর বিয়াতে। লস নাই। লাভই লাভ।

যাইগা মামা। দিলাম দোয়া কইরা, খাও ব্যবসা কইরা।

বিঃদ্রঃ পার্টনার নিডেড।
পিছনের পাতাNewer Post পরের পাতাOlder Post Home