শুভ জন্মদিন স্যার

আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আপনাকে আবার ইহ জগতে ফিরিয়ে নিয়ে আসতাম। কলম হাতে ধরিয়ে দিয়ে আরেকটি গল্প লিখতে বলতাম।
বারবার পড়েও আমার চোখটাই শুধু ক্লান্ত হয়, কিন্তু মন তৃপ্ত হয়না।
আমার মনকে শান্ত করার ক্ষমতা আপনার না থাকলে, মনকে অশান্ত করার অধিকারও আপনার ছিল না।
আপনি ইহ জগতের মায়া ত্যাগ করে চলে গেলেন ঠিকই কিন্তু তৈরী করে গেলেন কিছু বই পাগল তরুনদের।

শুভ্র,হিমুদের মত কাউকে কল্পনায় দেখিনা অনেক দিন।
বাকের ভাইকে আর গাইতে শুনিনা "হাওয়া মে উড়তা যায়ে........"
বলতে শুনিনা "তুমি Angry হোচ্ছ কেন? অকারনে Angry is bad for health."
আচ্ছা! অমীমাংসিত রহস্যগুলোর সমাধান বের করবে কোন মিসির আলী বলতে পারবেন?
আপনি বলবেন না জানি।
আপনি শান্তিতে ঘুমিয়ে থাকুন।
এই পাগল গুলো সারাজীবন আপনার জন্য দোয়া করে যাবে।

"শুভ জন্মদিন স্যার"
পিছনের পাতাNewer Post পরের পাতাOlder Post Home