বুদ্ধিজীবী দিবস ও বাংলাদেশের দায়মুক্তি

স্ট্যাটাস নং-২
সারাজীবন দেখলাম মানুষ মরলে নামায পড়ে, কোরান শরিফ পড়ে দোয়া করে। যাতে মৃত ব্যাক্তির কবরের আযাব মাফ হয়, জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পায়, জান্নাতে যাওয়ার পথ সুগম হয়।
আর এখনতো অবস্থা পুরাই উল্টা।
লোকটা মরলো ২৪ ঘন্টা হওয়ার আগেই তার মৃত্যু শোকে ৫ জন মাইরা ফালাইসে আর ভাংচুর করসে কত তার হিসেব নাই।
মরহুম কাদের মোল্লা সাহেব! এই নেতাদের নিয়াই রাজনীতি করতেন? যারা আপনার জন্য জাহান্নামের গ্রীন কার্ড নিয়ে আইসা আপনারে জাহান্নামেরই পার্মানেন্ট বাসিন্দা বানাইতাসে।
আপনার জন্য আমার এত্তো গুলা আফসোস!

স্ট্যাটাস নং-১

বাংলাদেশের জন্য শোকের দিন আজ।
এই দিনেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের নৃশংসভাবে হত্যা করে জাতিকে মেধাশূণ্য করা হয়।
যার ফলশ্রুতিতে আজো জাতি মাথাতুলে দাঁড়াতে পারেনি।
জাতি আজো মেধাহীন ও বিবেকহীন নেতৃত্বের মাধ্যমে নিষ্পেষিত হচ্ছে।
শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের।

জয় বাংলা!
পিছনের পাতাNewer Post পরের পাতাOlder Post Home