শহীদের রক্ত বৃথা যেতে দিবো না


যদি স্কুলের শহর বলা হয় কোনটা তাহলে আমি বলবো আমার এলাকা। আপাততো ১৬টা স্কুলের নাম মনে করতে পারছি।
প্রতি ২১শে ফেব্রুয়ারী আর ১৬ইঁ ডিসেম্বরে এসব স্কুলের শিক্ষার্থীর কলতানে বিরক্তি নিয়ে আমার ঘুম ভাঙ্গে! স্যাররা মাইকে "আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী। . ." বাজায় আর শিক্ষার্থীরা লাইন ধরে যন্ত্র মানবের মতো হাঁটতে থাকে। তবে আমি আজ খুব অবাক! আজকের কলতানে আমি একটু বিস্মিত। এরা শ্লোগান দিচ্ছে, "শহীদের রক্ত বৃথা যেতে দিবো না", "বাংলা আমার প্রাণের ভাষা,মায়ের ভাষা". এরা সালাম, জব্বার,বরকত, রফিকদের চিনছে! এরা শহীদ মিনার আর স্মৃতি সৌধের মাঝের পার্থক্য বুঝতে শিখবে! এরাই আগামী দিন জানবে ভাষা শহীদ আর ভাষা সৈনিক এক নয়!
এদের নিয়ে গর্ব করবো এক সময়! এরা হয়তো আজ গালি দিচ্ছে "ওহ শিট!" বলে, কাল থেকে গালি দিবে "ধুর বাল" বলে। হয়তো এরাই হবে নিষ্ক্রম অনলাইন অ্যাক্টিভিস্ট তবুও এদের হাত ধরেই বেঁচে থাকবে বাংলা! এরাই বাংলায় ঝড় তুলবে কী-বোর্ডে, আবার বাংলার রক্ষায় সালাম,জব্বার,বরকত, রফিক হয়ে কী-বোর্ডের গণ্ডি থেকে বের হয়ে মিছিলের সামনের কাতারে দাঁড়াবে।


বিঃদ্রঃ লেখকের অনুমতি ব্যতিত এই পোস্ট কপি পেস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।
পিছনের পাতাNewer Post পরের পাতাOlder Post Home