আমার জন্মদিন

জন্মদিন হিসেবে দিনটা খুব খারাপ যায়নি। 
তবে আমার জন্মদিন হিসেবে এই দিনটা খুব ভয়ংকর লাগে, কারন আজকে "বিশ্ব ক্যান্সার দিবস।" এতো দিন থাকতে আজকেই এই দিবসটা ক্যানযে হইলো তা বুঝিনা।
তবে এই দিনটা ভাল লাগার মতো সবচাইতে ভাল কারন হল আজ মাহমুদুল্লাহ রিয়াদ ও ফেসবুকেরও জন্মদিন।
বিশ্বব্যাপী এই দিনটা উদযাপন করা হয় চিন্তা করতেই ভাল লাগে।

আজকের দিনের জন্য স্পেশাল ধন্যবাদ প্রাপ্য বিশিষ্ট কবি ও লেখক Akhtaruzzaman Azadভাই। তার ব্যস্ততা থেকে আমাকে একটু সময় দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে বই মেলায় তার বইয়ের উপর দেয়া আমার জন্য বার্থডে উইশ এবং সাক্ষাৎ শেষে আমি যখন অর্ধেক রাস্তায় তিনি আবার আমাকে ফোন দিয়ে চা খাওয়ার নিমন্ত্রণ করেন, সেই নিমন্ত্রনের জন্য আপনাকে ধন্যবাদ ভাই। আপনি আসলেই একজন চমৎকার মানুষ।
আরো ধন্যবাদ প্রাপ্ত ব্যাক্তিরা হলেন Saiful Islam , M.a. Kader ও Fs Aslam Shah। আর সারপ্রাইজ দেয়ার ব্যর্থ প্রচেষ্টার জন্য Shuvro Shahid কে ধন্যবাদ (যদিও সারপ্রাইজ দেয়ার জন্য এলাকায় আসছিল নাকি আমার যথেষ্ট সন্দেহ আছে)।

অবশেষে ধন্যবাদ জানাই আমার সকল বন্ধু-বান্ধব, ছোট ভাই ও বড় ভাইদের যারা ট্রিট চায়নি এবং পায়নি। 


বিঃদ্রঃ লেখকের অনুমতি ব্যতিত এই পোস্ট কপি পেস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।
পিছনের পাতাNewer Post পরের পাতাOlder Post Home