শুভ জন্মদিন গণজাগরণ..................

আমার আওয়ামীলীগ করা বন্ধুকে দেখেছি, আমার বি এন পি করা বন্ধুকে দেখেছি, সদ্য বাম দলে যোগ দেয়া সেই বন্ধুর কথাও বলছি, মাদ্রাসার সেই ছেলেটির কথা বলছি।
দিনটা ছিল ০৫-০২-২০১৩
হ্যা! আমি গনজাগরনের সেই দিনের কথা বলছি। যারা সেদিন মঞ্চে দাঁড়াতে শাহবাগ যায়নি, গিয়েছিল ন্যায়বিচারের দাবিতে।
হায় দুঃখ! শাহবাগ থেকে আমি কখনো বিরানি পাইনি, ৫০০ টাকাও পাইনি, কাউকে পেতেও দেখিনি। আমার ধর্মের বিরুদ্ধে কিছু বলতেও শুনিনি, গাঁজায় আমি দম দেইনি কখনো, গাঁজার গন্ধ আমার নাকেও আসেনি কখনো। কিন্তু তবুও গিয়েছিলাম শাহবাগে বার বার, তারুণ্যকে দেখতে, ন্যায়বিচারের দাবিতে, গণজোয়ারে ভাসতে। এরপরও শাহবাগিরা নাস্তিক, গাঁজাসেবি।
দুঃখ লাগে সেইসব বন্ধুদের জন্য যারা বিভ্রান্ত, বিরানি, ৫০০ টাকা আর গাঁজায় টান দিতে না পারার আক্ষেপে শাহবাগের সেই পথ আর মাড়ায়নি। প্রথমদিনেই যাদের ফটোসেশন শেষ হয়ে গিয়েছিল তাদের জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে দুঃখ জানাই। গভীরভাবে দুঃখ জানাই, কারন সেই গনজাগরনের কাছে তোমরা পরাজিত। গণদাবী বাস্তবায়ন শেষ। নির্মূল হয়েছিল হায়েনা ৭১ এ, এখনো হচ্ছে আর নির্মূল ভবিষ্যতেও হবে।

শুভ জন্মদিন গণজাগরণ..................
জাতীয় ঐক্য গড়তে, অনিষ্টের হাত ভেঙ্গে দিতে বার বার ফিরে আসো........................।

বিঃদ্রঃ লেখকের অনুমতি ব্যতিত এই পোস্ট কপি পেস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।
পিছনের পাতাNewer Post পরের পাতাOlder Post Home