কেউ একজন আমাকে নেচে দেখাক,
শুধু আসরের মাঝে মদের বোতলটা খুলে দেবার জন্য।
মুচড়ে মুচড়ে বোতল খুলতে খুলতে আমি এখন ক্লান্ত।
আমি বলছি না নর্তকী হতেই হবে, আমি চাই
কেউ আমাকে বরফ দিক। আমি সোডা হাতে নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না।
আমি জানি এই ডিজিটাল যুগ
নর্তকীদের মুক্তি দিয়েছে মনোরঞ্জনের দায় থেকে
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুকঃ
আমার চিকেন লাগবে কিনা, আমার সিগারেট লাগবে কিনা,
এবসুলেট ভদকার সঙ্গে আরোও একটা
কড়া ভাজা ঝাল চানাচুর লাগবে কিনা।
রাম, ভদকা মিক্স করে কক্টেল আমি নিজেই বানাতে পারি।
আমি বলছি না নর্তকী হতেই হবে, আমি চাই
কেউ একজন আমার পাশে বসে বোতলের ছিপিটা
খুলে দিক। কেউ আমাকে আরেক পেগ খেতে বলুক।
মদ্য পানের সঙ্গিনী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুকঃ “তুমি এতো মদ খাও কেন?”
(মূল কবিতাঃ তোমার চোখ এতো লাল কেন?)
বিঃদ্রঃ লেখকের অনুমতি ব্যতিত এই পোস্ট কপি পেস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।