লতিফ সিদ্দিকি

শুনিয়াছি দেশি একটা গরু বিদেশ যাইয়া নিজেরে বিদেশী ভাবা শুরু করিয়াছে।
এমতাবস্থায় সেই গরুর হইয়া অনেক সুশিল আবার দর হাঁকানো শুরু করিয়া দিয়াছে, এমনকি বাংলাদেশ হইতে বিতাড়িত এক গাভীও নাকি হাম্বা রব তুলিয়া দাম ঠিক আছে বলিয়া জানান দিয়াছেন।
হাটের সব চাইতে বড় গরুটা যেহেতু এখনো পৌছাইতে পারে নাই, তাই আমি তাহার অপেক্ষায় গরু কেনা স্থগিত রাখিলাম! তাহার দামটা একটু কম হইলে এই হাইব্রিড জাতের গরুটা কুরবানি করিবার জন্য আমি কিনিবার ইচ্ছা পোষণ করিতেছি।
বিঃ দ্রঃ আমার উল্লেখিত গরুর সাথে লতিফ সিদ্দিকির মিল খুঁজিয়া পাইলে তাহার দায়ভার লেখক কোনভাবেই নিতে বাধ্য থাকিবে না।
looking for বিদেশ ফেরত হাইব্রিড গরু!

বিঃদ্রঃ লেখকের অনুমতি ব্যতিত এই পোস্ট কপি পেস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।
পিছনের পাতাNewer Post পরের পাতাOlder Post Home