ব্রন সমস্যা

বিগত ৩/৪ দিন কাজের চাপে ভালো মতো ঘুমাইতে পারি নাই, যার ফলে চেহারাতে গোটা দশেকের মতো ব্রন উঠসে, আমার চিন্তার বিষয় এইটা না। চিন্তার বিষয় হইলো চায়ের দোকানে যখন আড্ডা দিতাসিলাম তখন দুই মুরুব্বি দূর থেকে কথা কইতে কইতে চায়ের দোকানে দারাইলো। হাল্কা মনযোগী হয়া বুঝতে পারলাম তাদের কথা বিষয়বস্তুও "ব্রন সমস্যা"।
এক মুরুব্বী আরেক মুরুব্বীরে বলা শুরু করলেনঃ "বুঝলেন ভাই! ব্রন কোন সমস্যা না, জওয়ান বয়সে শরীর গরম থাকে। যার যত বেশী গরম শরীর তার ব্রণও বেশী উঠে। ওই সময় বিয়ের বয়স থাকলে বিয়ে করাইয়া দেয়াই উত্তম।"
আমি এক বুক হতাশা নিয়া আফসোস করা শুরু করলাম। এই লোকটা যদি আমার ফ্যামিলির কেউ হইতো তাহলে নিশ্চই এতদিনে আমার একটা গতি হয়া যাইত।
শুনলাম সরকার নাকি ছেলেদের বিয়ের বয়স ১৮ করে দিসে। মাঝ রাইতে চিল্লায়া কইতে মন চাইতাসে- " আম্মা! ১৮ বয়সতো অর্ধ যুগ আগে পার কইরা দিসি।"
feeling জীবন এতো কষ্টের ক্যারে?

বিঃদ্রঃ লেখকের অনুমতি ব্যতিত এই পোস্ট কপি পেস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।
পিছনের পাতাNewer Post পরের পাতাOlder Post Home