প্রিয়তমা,
যেইদিন তুমি বললে, আমার সুখেই তুমি সুখী।
সেদিন থেকেই অন্যের মাঝে সুখ খুঁজে তোমাকে সুখী করতে চেয়েছিলাম।
কিন্তু হায়!
সুখের দাম তুমি গালিতে পরিশোধ করলে।
যেইদিন তুমি বললে, আমার সুখেই তুমি সুখী।
সেদিন থেকেই অন্যের মাঝে সুখ খুঁজে তোমাকে সুখী করতে চেয়েছিলাম।
কিন্তু হায়!
সুখের দাম তুমি গালিতে পরিশোধ করলে।