না রাহেগা বাঁশ, না বাজেগী বাঁশরী

১. দরিদ্র অটোরিকশা চালকের পাঁচ বছরের শিশু কন্যাকে চিপসের লোভ দেখিয়ে নির্যাতন।
২. সৈয়দপুরে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার।
৩. এদিকে নন্দাইলে চকমতি ঢিএস মাদ্রাসার ফাজিল শ্রেণির এক ছাত্রীকে গত ৪ মে মাদ্রাসা থেকে তুলে নিয়ে বেশ কয়েকবার নির্যাতন। পরে অসহায় ওই ছাত্রী বাড়ি ফিরে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন।


আজকের উক্ত সংবাদ গুলো তাদের জন্য যারা মনে করেন হিজাব না করার কারনেই ধর্ষণ সংগঠিত হয়।

অত:পর সুশীল সমাজের প্রতিনিধিরা বলতে শুরু করলো মাদ্রাসায় পড়া মেয়েটি হিজাবে কমতি রেখেছিলো এবং পাঁচ বছরের ধর্ষিতা বাচ্চাটির বুকে ওড়না ছিল না।

হে সুশীল! আপনি প্রথমে আপনার বিবেককে জাগ্রত করুন, অত:পর উত্তম শিক্ষা গ্রহন করুন, অত:পর নিজের চোখকে সংযত করুন।

কোনটাই করিতে না পারিলে বিবেকের সহিত আপনার ডান্ডুটাকেও বিসর্জন দিয়া দিন।
"না রাহেগা বাঁশ, না বাজেগী বাঁশরী।"


বিঃদ্রঃ লেখকের অনুমতি ব্যতিত এই পোস্ট কপি পেস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।
পিছনের পাতাNewer Post পরের পাতাOlder Post Home