-জ্বী কর্তা?
-দেশে ধর্ম কর্ম করার নাম নাই!
-ক্যান কর্তা? কি হইসে?
-কি হইসে মানে? দেখোস না কি কয়? শেখ মুজিব নাকি জাতির পিতা? আস্তাগফিরুল্লাহ্! মাফ করো মাবুদ, যতসব নাফরমানি কথা বার্তা।
- এতে নাফরমানির কি আছে কর্তা? ইন্ডিয়াতেওতো জাতিরপিতা আছে। মহাত্মা গান্ধী।
-এইটাইতো কই। এইগুলাতো হিন্দুয়ানী কায়-কারবার। আমরা মুসলমান, মুসলমানের জাতির পিতা একজন। হযরত ইব্রাহীম (আঃ)। এইসব জাতিরপিতা ফিতা সব হিন্দু খ্রিষ্টান গো কাম কাইজ। যতসব ভারত, শ্রীলংকা, আমেরিকা ফামেরিকায়ই খুইজা পাবি। মুসলমানগো এই দেশে এইসব চলবো না। আমগো ঈমানি জোর বাড়ান লাগবো। দরকার হইলে শহিদ হয়া যামু। তবুও এইদেশে এইসব ইহুদী কায়-কারবার চলতে দেয়া যাইবো না।
-বেয়াদবি মাফ কইরবেন কর্তা! ইব্রাহীম (আঃ) তো সমগ্র মুসলমান জাতির পিতা! কিন্তু শেখ মুজিবতো মুসলমান জাতিরপিতা না। সে তো শুধু বাঙালী জাতিরজনক, যেমন ভারতের জাতিরজনক মহাত্মা গান্ধী।
-ওই একটা হইলেই হইলো।
-হুজুর! ধর্ম কর্ম কিন্তু আমরাও বুঝি। এত দেশের নাম কইলেন কিন্তু পাকিস্তানের মোঃ আলি জিন্নাহ্, আফগানিস্তানের আহমদ শাহ্ দূররানি, ইন্দোনেশিয়ার সুকর্ণ, আরব আমিরাতের জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের কথা কইলেন না?
-এরা কারা?
- এই অধমেরা সকলেই নিজ নিজ দেশের জাতিরজনক। সবই কিন্তু মুসলিম রাষ্ট্র।
-না মানে, আমি কইতাসিলাম......
-কর্তা! মুসলিম জাতির পিতার সাথে এদের গুলায়া বিভ্রান্ত কইরেন না। পাবলিক আর ভোদাই নাই। আরেকটা কথা কর্তা, আজিজ ইবনে সাউদ এর নাম শুনসেন কর্তা?
-ইনি আবার কেডা?
- ইনি হইলেন সৌদিআরবের জাতিরপিতা! ইনারা কিন্তু আপনার চাইতে ধর্ম একটু বেশিই জানে।
-উহহু উহহু! যাইরে রুস্তম, শরীরডা বেশি ভাল ঠেকতাসেনা।
- জ্বী কর্তা যান। (শালা মারখোর)
বিঃদ্রঃ লেখকের অনুমতি ব্যতিত এই পোস্ট কপি পেস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।