বিচার চাই

আমি আমার খুনের বিচার চাই,

আমার এই বলবান শরীর বয়সের ভারে নুইয়ে পড়ার আগেই আমি আমার খুনের বিচার চাই।

কোচিংয়ে যাওয়ার পূর্বে ফেলে যাওয়া চিঠিতে

গজানো প্রেমের হত্যার বিচার চাই।

বইয়ের পাতায় লুকানো ছবি হত্যার বিচার চাই।

ভালবাসা দিবসে দেয়া গোলাপ হত্যার বিচার চাই।

চলতি পথে হাঁটার ছলে যে আমাকে আঙ্গুলের ফাঁকে বন্দী করেছিল,

সেই আমাকে অবৈধ আইনের ধারা ও অনুচ্ছেদের ক্ষমতাবলে হত্যা করার বিচার চাই।

সুচতুরভাবে যে আমাকে আনন্দের সিঁড়ি বেয়ে উপরে উঠার স্বপ্ন দেখালো

শীতল মস্তিষ্কে ধাক্কা দিয়ে সেই সিঁড়ি থেকে ফেলে আমার স্বপ্ন হত্যার বিচার চাই।

আমি বিচার চাই আমাকে হত্যা করার পরে আত্মহত্যা করা সেই চিঠি লেখিকার,

বইয়ের ভাঁজে লুকানো মায়াবতীর হঠাৎ ছবি থেকে মুছে যাওয়ার বিচার চাই

বিচার চাই গোলাপ পিষ্টকারিণী হৃদয়হীনার।

যে আইন লেখিকার কলম কেড়ে নিলো,

যে বিচারক লেখিকাকে যাবজ্জীবন গৃহবাসের হুকুম দিলো,

যে সমাজ লেখিকার আত্মঘাতী সিদ্ধান্তকে প্ররোচিত করলো

আমি সেই সব আইনের ধারা ভঙ্গ করে, সেই ভ্রষ্ট সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, সেই বিচারককে দোষী সাব্যস্ত করলাম।

অবশেষে, আমি আমার খুনীকে খুনের অপরাধে বিচারকের বিচার চাই।

আমি আমাকে এবং আমার খুনীকে হত্যার বিচার চাই।




বিঃদ্রঃ লেখকের অনুমতি ব্যতিত এই পোস্ট কপি পেস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।
পিছনের পাতাNewer Post পরের পাতাOlder Post Home