এইযে মেয়ে শোনো,
আগে ছিলে সব আমার তুমি,
এখনতো নও কোন।
একলা জীবন, আপন ভীষণ,
অন্ধকার ভাল লাগে।
ইচ্ছে মতো খাই-দাই, যাই
ইচ্ছেরাই সাথে থাকে।
বেলা করে ঘুমাই এখন,
কেউ করে না ফোন।
দুহাত খুলি, হাই তুলি
আহ্! কতকাল ঘুমাই না এমন।
শুনছো কি মেয়ে তুমি?
এখন আমি শান্ত ভীষণ
নেই কোন পাগলামি।
একা রিক্সায় বসি আমি
আর, আরাম করে চলি।
ইচ্ছে হলেই সিগারেট ফুঁকি
গুনগুন গান বলি।
এখন আমি আমার বোনা
হাজার ইচ্ছের মালিক।
ইচ্ছে হলে হয়ে যাই পথিক,
ইচ্ছে হলেই শালিক।
কেউ বলে না এমন কেন?
শব্দ করে কেন চা খাও?
কেউ বলে না কামলা ছেলে
সুন্দরমতো ভাত মাখাও।
মধ্যরাতে ঘুম ভাঙ্গায় না কেউ
বলে না, 'জান কি ঘুমাও?'
কেউ বলে না কবিতা লেখ কবি
ভালোবাসার কবিতা শোনাও।
এখন আমি অনেক স্বাধীন
ইচ্ছেমতন ঘুরি,
ইচ্ছেমত গান বাধি আর
ইচ্ছে হলে সুর করি।
ইচ্ছে গুলো ইচ্ছে মতন
আমার ইচ্ছে চালাই,
ইচ্ছেরা সব আমার গোলাম
ইচ্ছে মতই জ্বালাই।
আঁধারে থাকি অনেক সুখেতে
একবার দেখতে যদি,
ইচ্ছে মতই সব চলে শুধু
দুচোখ অবাধ্য নদী।
বিঃদ্রঃ লেখকের অনুমতি ব্যতিত এই পোস্ট কপি পেস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।