Radiomunna.com



Radiomunna.com আমার কাছে একটা বিস্ময়।

এই পেজ একাধারে ইসলাম পচারক, হাদিস তৈরির কারখানা, আবেগের ফ্যাক্টরি, সস্তা জোকসের গোডাউন আর লেখা/গল্পের কপি-পেস্ট করার জনক।

এছাড়াও এরাই বাংলাদেশের ইতিহাসে প্রথম, যারা "যে দশটি জিনিষ আপনার দাম্পত্য জীবনকে সুখী করবে" টাইপ পোস্টের আবিষ্কারক।


আপনি যদি এই পেজের ভক্ত হয়ে থাকেন তাহলে আপনি জানতে পারবেন, "কিভাবে বাসর রাতে বউকে কাছে টানবেন" সেই টিপস।



আপনি যদি এই পেজের একজন লাইকার হয়ে থাকেন তাহলে আপনি কোন ঘটনা ঘটার আগেই সেই ঘটনার বিস্তারিত জানতে পারবেন।


এছাড়াও এই পেজ বিভিন্ন সময় একটা বাচ্চার ছবি দিয়ে বলবে, "আজ সকালে এই বাচ্চাটা জন্মগ্রহণ করার পর থেকে তার মা পেটের ভিতর তার অস্তিত্ব খুঁজে পাচ্ছেন না। একজন দুঃখিনী, গর্ভধারিণী মাকে তার সন্তানকে খুঁজে পাইয়ে দিতে ছবিটি বেশী বেশী শেয়ার করুন"।


এছাড়াও সানি লিয়ন, সুনিতা উইলিয়াম বা অং সাং সুচিরা ইসলাম গ্রহণ করে হিজাব পরে সবার আগে এই পেজে ছবি পাবলিশ করে।


একাধারে একটা পেজ কিভাবে এত এত বৈশিষ্ট্যের অধিকারী হয় তা আমার বুঝে আসে না, তাদের নাম গিনেজ বুকে তোলা জাতীয় দাবিতে পরিণত হয়েছে।

যাই হোক, সবাই সুবাহান আল্লাহ্‌ বলে লাইক দিয়ে এক্টিভ থাকুন। wink emoticon


আসিতেছে.......

বিঃদ্রঃ লেখকের অনুমতি ব্যতিত এই পোস্ট কপি পেস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।
পিছনের পাতাNewer Post পরের পাতাOlder Post Home