শীতের কষ্ট

কত শীত চলে গেল
হেলায় হেলায়, এলে না।
প্রেমে মরে ভাসলাম জলে
মরার আগে মিললে না।
একবার যদি চাও গো সখী
শীতের কষ্ট বুঝিতে,
কাঁখের কলস গলায় বেঁধে 
ঝাপ তবে দাও নদীতে।
যেই রাতেতে কান্না ছিল
ঠান্ডা ছিল প্রেমের জল
জলের তলেই মিলবো রাতে
কলস নিয়ে নদী'ত চল।
-
সাব্বির আহমেদ 
(২৩-১২-১৫)



বিঃদ্রঃ লেখকের অনুমতি ব্যতিত এই পোস্ট কপি পেস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।
পিছনের পাতাNewer Post পরের পাতাOlder Post Home