টেম্পুতে করে যাত্রা

সারাদিনের ক্লান্তি নিয়ে টেম্পুতে করে মহাখালী থেকে বাড্ডা যাচ্ছি। পাশের সিটে ছিল এক মধ্যবয়সী লোক, ব্যাগে করে কী যেন নিয়ে যাছিলো। বাসি পেয়াজের মত গন্ধে মাথা ঘুড়াচ্ছিলো। গুলশানে লোকটা নেমে যাওয়ার পর পাশে বসছে এক সুন্দরী রমণী। 
আহা! কী দারুণ দেখতে।
তার খোলা চুলের কিছু অংশ আমার হাতের উপর, সেদিকে তার খেয়াল নেই। চুল থেকে সুন্দর একটা ঘ্রাণ আসছে। তারউপর টেম্পুর দুলুনিতে মাঝে মাঝেই আমরা দুলছি। আবার রাস্তায় একটু পর পর স্পিড ব্রেকার। বদমাইশ টেম্পুওয়ালা গুলো মনের চাওয়া গুলো কেমনে যে বুঝে, আমি বুঝি না।  
যাই হোক। 
আজকে গুলশানের জ্যামটা অনেক ভাল্লাগতেসে রে মমিন! 



বিঃদ্রঃ লেখকের অনুমতি ব্যতিত এই পোস্ট কপি পেস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।
পিছনের পাতাNewer Post পরের পাতাOlder Post Home