'স্বপ্ন' এর জোচ্চুরি

" স্বপ্ন " তে গেলাম একটা বডি স্প্রে কিনতে। Set Wet এর একটা বডি স্প্রে কেনার পর কাউন্টারে ৫০০ টাকা জমা দিলাম। ওরা ২০৭ টাকা ফেরত দিলে সেটা নিয়েই চলে আসছিলাম (যদিও প্রথমে একটা ১০০ টাকার নোট সম্পূর্ণ ছেঁড়া দিয়েছিলো, মাঝে দিয়ে স্কচটেপ দিয়ে জোড়া ছিল)। কিছুদূর যাওয়ার পর মনে হল আমার থেকে টাকা বেশি রাখা হয়েছে। স্প্রে তে মূল্য লিখা ২২৫ টাকা। অথচ আমার থেকে রাখা হয়েছে ভ্যাট সহ ২৯৩ টাকা (ভ্যাট ব্যতীত মূল্য ২৮৭ টাকা)।
ফিরে যেয়ে এই বিষয়ে কথা বলতেই তারা বলল দেখছি বিষয়টা। এরপর আমার কাছে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশতো দূরের কথা উল্টো আমাকে বলছে আপনি কেনার সময় দাম মিলিয়ে নেন না কেন?
মানে কি? আমি না হয় একটা আইটেম ক্রয় করেছি, যারা ৩০/৪০ টা আইটেম কিনে অথবা যারা খুব ব্যস্ত থাকে তারাও কী কাউন্টারে দাঁড়ায়া দাঁড়ায়া হিসেব মিলাবে?
একটু জানিয়ে রাখছি, কিছুদিন আগে Razeeb Hasan Chowdhury ভাইও এই একই অভিযোগ করেছিলেন ( োস্ট লিংক)।
আমি যখন বললাম আপনাদের বিরুদ্ধে এটা খুব কমন একটা অভিযোগ, তখন কাউন্টারে থাকা মেয়েটা বলল, "উনার সাথে এত কথা বলার দরকার তো নাই, টাকা দিয়ে দিলেই তো হয়?"
বাহ্! তাদের ব্যবহারে মুগ্ধ না হয়ে পারা যায় না। 
সাথে যদিও "Premium Razor" ফ্রি দেয়ার কথা, সাথে দিলো "Gillette Blue"














বিঃদ্রঃ লেখকের অনুমতি ব্যতিত এই পোস্ট কপি পেস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।
পিছনের পাতাNewer Post পরের পাতাOlder Post Home