উগ্র ভালোবাসা

হে রমণী!

আমাকে বিদ্ধ করতে পারেনি সন্ত্রাসীর গুলি,
আততায়ীর চাপাতির কোপ উপেক্ষা করে বেঁচে ছিলাম।
কারি কারি শুকনা বা হাড়ি হাড়ি শুরার নেশায় আমি বুঁদ হতে পারি নি,
আমায় মুগ্ধ করতে পারেনি নীল জগতের মিয়া খলিফারা।
অথচ, সেই আমি মুগ্ধ হলাম তোমার চলনে
নেশায় বুঁদ হলাম তোমার বলনে।
তোমার চাহনির ধারালো কোপের পরেও জীবিত ছিলাম,
অবশেষে, তোমার সুচালো হাসিতে বিদ্ধ হয়ে

আমি মরে গিয়ে, প্রেমিক হয়ে জন্ম নিলাম।


বিঃদ্রঃ লেখকের অনুমতি ব্যতিত এই পোস্ট কপি পেস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।
পিছনের পাতাNewer Post পরের পাতাOlder Post Home