বিদায় চাহনি

অথচ মুক্তির জন্য তোমার কত হাহাকার ছিলো,
ডান্ডা বেড়ি ভাঙ্গার আকুতি ছিলো শত।
জং ধরে ধরে অকালে ক্ষয়ে গেলো কত সকাল, দুপুর, সন্ধ্যা, রাত।
শিকল ভাঙ্গার মিছিল থেকে একে একে ফিরে গেলো কত তান্ত্রিক, কত মাহুত, কত কামার।
অতঃপর এলেন কবি।
ঝোলানো ব্যাগ থেকে বের করলেন শাণিত করাত,
ঝাঁকড়া চুল দুলিয়ে আবৃত্তি করলেন মুক্তির কবিতা।
কবিতায় মগ্ন হয়ে তোমার রুগ্ন আত্মা পেল আলীর বল।
প্রলয়ঙ্করী চিৎকারে শিকল ভাঙ্গা তুমি ছুটছো অশ্বপৃষ্ঠে চরে,
স্বাধীন নগরীর পথ ধরে।
বালুঝড়ে ঝাপসা হচ্ছে কবির বিদায় চাহনি ক্রমশ।
পেছনে মরে রইলো শুধু ভাঙ্গা শিকল, অসহায় কবি আর নশ্বর কবিতা।

বিঃদ্রঃ লেখকের অনুমতি ব্যতিত এই পোস্ট কপি পেস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।
পরের পাতাOlder Post Home